রুমিন ফারহানাকে নিয়ে ইলিয়াস হোসেনের স্ট্যাটাসে বিতর্ক: সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
ব্যারিস্টার রুমিন ফারহানার একটি সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।স্ট্যাটাসে ইলিয়াস হোসেন লেখেন, ‘রুমিন আপা, সাবধান! আপনাকে সম্মান করতাম কিন্তু দিন-দিন মাত্রা অতিক্রম করছেন। ৩২ নম্বর নিয়ে আপনার বক্তব্যের জন্যে ক্ষমা না চাইলে যে কোনো দিন আপনার জিনিস বের হয়ে যেতে পারে। ৩২ নম্বরে পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না।’এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ ইলিয়াস হোসেনের বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকেই একে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বলেও সমালোচনা করছেন।রুমিন ফারহানাকে নিয়ে ইলিয়াস হোসেনের স্ট্যাটাসে বিতর্ক: সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ানেটিজেনদের কেউ বলছেন,”রুমিন ফারহানা একজন জাতীয় নেত্রী, তাঁর বক্তব্যে সংযম থাকা উচিত।”আবার কেউ লিখেছেন,”ইলিয়াস হোসেন সবসময়ই স্পষ্ট কথা বলেন, তবে এমন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।”ইলিয়াস হোসেন এর আগেও বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে সমালোচনা করে আলোচনায় এসেছেন। তবে এবার তার ভাষার প্রেক্ষিতে ন্যায়সঙ্গত সমালোচনার পাশাপাশি একাংশ তীব্র নিন্দাও জানিয়েছে।