সকল মোবাইল গ্রাহকের জন্য ১৮ জুলাই ফ্রি ১ জিবি ডেটা, কীভাবে পাবেন জেনে নিন
সকল মোবাইল গ্রাহকের জন্য ১৮ জুলাই ফ্রি ১ জিবি ডেটা, কীভাবে পাবেন জেনে নিন
তানভীর ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ১৮ জুলাই (শুক্রবার) দিনব্যাপী ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এদিন দেশের সকল মোবাইল অপারেটরের গ্রাহকরা পাচ্ছেন ৫ দিন মেয়াদি ১ জিবি ইন্টারনেট একেবারে বিনামূল্যে।
এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। ফলে যে কোনো মোবাইল ফোন ব্যবহারকারী নিজ অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করে বিনামূল্যে ১ জিবি ডেটা সংগ্রহ করতে পারবেন।
কীভাবে ফ্রি ১ জিবি ডেটা পাবেন?
- গ্রামীণফোন (GP): *121*1807#
- রবি (Robi): *4*1807#
- বাংলালিংক (Banglalink): *121*1807#
- টেলিটক (Teletalk): *111*1807#
এই ডেটার মেয়াদ থাকবে নির্ধারিত সময় থেকে পরবর্তী ৫ দিন পর্যন্ত।
বিটিআরসি কী বলছে?
বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ ১৬ জুলাই (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানায়,
“৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনার আলোকে, ১৮ জুলাই দিনব্যাপী ফ্রি ইন্টারনেট দিবসে দেশের প্রতিটি মোবাইল গ্রাহককে ৫ দিন মেয়াদে ১ জিবি ফ্রি ইন্টারনেট সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।”
উদ্দেশ্য ও গুরুত্ব
- জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণ করা
- জনআকাঙ্ক্ষা পূরণে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি
- ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সহজলভ্যতা
- ইন্টারনেট ব্যবহারে জনসচেতনতা ও উৎসাহ সৃষ্টি
এই কর্মসূচিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। মোবাইল গ্রাহকরা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন।
আরও টেক আপডেট পেতে ভিজিট করুন: dailyrekhachitra.com