ঠাকুরগাঁওয়ে যুবদলের বিক্ষোভ মিছিলে স্লোগান: “জামায়াত-শিবির-রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে “মিথ্যাচার” ও “চরিত্র হননমূলক প্রচারণার” প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তার, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, জেলা যুবদলের সদস্য আকতারুল ইসলাম আকতার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম মুক্তারসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিএনপিকে থামিয়ে রাখা যাবে না। জামায়াত-শিবির-রাজাকারদের প্রতি আমাদের বার্তা—এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, কিন্তু ফ্যাসিস্ট আচরণ কখনো বরদাস্ত করব না।”
বক্তারা আরও বলেন, “৫ আগস্টের পর এনসিপির কিছু নেতা ভাবছে, আওয়ামী লীগের মতো বিএনপিকেও তারা দমন করতে পারবে। তারা ভুলে গেছে বিএনপি মাঠে ছিল, আছে এবং থাকবে। বিএনপির নেতাকর্মীরা মাঠে না থাকলে আজ আওয়ামী লীগ ২০২৪ সাল দেখতে পারতো না। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একমাত্র পথ বিএনপির হাত ধরেই সম্ভব।”
এ সময় তারা বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দমন-পীড়ন ও গণতন্ত্র হরণের অভিযোগও তুলে ধরেন।