০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজা ৮ বছরের আওফা

Md Nazmul

মাত্র ৪ মাস ১৮ দিনে সম্পূর্ণ কুরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছেন ৮ বছর বয়সী শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা। রংপুরের তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার এই ক্ষুদে শিক্ষার্থীর অসাধারণ অর্জন আলোচনার কেন্দ্রবিন্দুতে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত একজন শিক্ষার্থীর কুরআন হিফজ সম্পন্ন করতে প্রায় ৩ বছর সময় লাগে। কিন্তু আওফা অল্প সময়েই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে নজির স্থাপন করেছেন। তাঁর এই কীর্তিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।আওফার পিতা আবু মোহাম্মদ হানজালা জানান, “অন্য বাচ্চারা যেখানে সময় কাটায় মোবাইল গেমস ও খেলাধুলায়, সেখানে আওফা সবসময় মনোযোগ দিতো কুরআন হেফজে। ছোটবেলা থেকেই ওর মধ্যে ইসলামী শিক্ষা ও অনুশাসনের প্রতি গভীর আগ্রহ ছিলো। নামাজের সময় নিয়মিত নামাজ পড়ে এবং সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে।”নিজের অনুভূতি জানিয়ে আওফা বলেন, “আমি ভবিষ্যতে ইসলামি জ্ঞান চর্চা করতে চাই এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক ও রংপুর জোনের প্রিন্সিপাল মো. মহিউদ্দিন বলেন, “রংপুরে ২০১৭ সালে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। বর্তমানে রংপুরের পাঁচটি শাখায় ১২০০’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বয়সে এবং এত কম সময়ে আওফার হিফজ সম্পন্ন করার ঘটনা সত্যিই বিরল। তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং আল্লাহর রহমতেই এমন সাফল্য এসেছে।”আওফার এই কীর্তি দেশের হিফজ শিক্ষায় নতুন প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Nazmul

মোঃ নজমুল দৈনিক রেখাচিত্র ওয়েবসাইটে একজন দক্ষ সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন। তিনি খবর সংগ্রহ এবং বিশ্লেষণে বিশেষজ্ঞ। দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতাসহ, তিনি সততা এবং দ্রুততার সঙ্গে সংবাদ পরিবেশন করেন। তার মূল লক্ষ্য পাঠকদের সঠিক ও সময়োপযোগী খবর পৌঁছে দেওয়া।
Update Time : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৬৭৫ Time View

৪ মাস ১৮ দিনে কুরআনের হাফেজা ৮ বছরের আওফা

Update Time : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

মাত্র ৪ মাস ১৮ দিনে সম্পূর্ণ কুরআন হিফজ করে বিস্ময় সৃষ্টি করেছেন ৮ বছর বয়সী শিক্ষার্থী আতিফা আমাতুল্লাহ আওফা। রংপুরের তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার এই ক্ষুদে শিক্ষার্থীর অসাধারণ অর্জন আলোচনার কেন্দ্রবিন্দুতে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত একজন শিক্ষার্থীর কুরআন হিফজ সম্পন্ন করতে প্রায় ৩ বছর সময় লাগে। কিন্তু আওফা অল্প সময়েই সম্পূর্ণ কুরআন মুখস্থ করে নজির স্থাপন করেছেন। তাঁর এই কীর্তিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।আওফার পিতা আবু মোহাম্মদ হানজালা জানান, “অন্য বাচ্চারা যেখানে সময় কাটায় মোবাইল গেমস ও খেলাধুলায়, সেখানে আওফা সবসময় মনোযোগ দিতো কুরআন হেফজে। ছোটবেলা থেকেই ওর মধ্যে ইসলামী শিক্ষা ও অনুশাসনের প্রতি গভীর আগ্রহ ছিলো। নামাজের সময় নিয়মিত নামাজ পড়ে এবং সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে।”নিজের অনুভূতি জানিয়ে আওফা বলেন, “আমি ভবিষ্যতে ইসলামি জ্ঞান চর্চা করতে চাই এবং মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার সহকারী পরিচালক ও রংপুর জোনের প্রিন্সিপাল মো. মহিউদ্দিন বলেন, “রংপুরে ২০১৭ সালে মাদ্রাসাটির যাত্রা শুরু হয়। বর্তমানে রংপুরের পাঁচটি শাখায় ১২০০’র বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। এই বয়সে এবং এত কম সময়ে আওফার হিফজ সম্পন্ন করার ঘটনা সত্যিই বিরল। তাঁর নিষ্ঠা, পরিশ্রম এবং আল্লাহর রহমতেই এমন সাফল্য এসেছে।”আওফার এই কীর্তি দেশের হিফজ শিক্ষায় নতুন প্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে।