আগামী পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা কিছুটা কমতে পারে
সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। মঙ্গলবার (১৫ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এসব তথ্য জানান।পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।বৃহস্পতিবার (১৭ জুলাই) ও শুক্রবার (১৮ জুলাই) দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।শনিবার (১৯ জুলাই) সিলেট, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাঁচদিনের শেষের দিকে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।