১ মণ গাঁজাসহ গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দল নেতা
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় র্যাবের অভিযানে এক মণ গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাফর আহমেদ। এ সময় তার কাছ থেকে ৩৯ কেজি গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।রোববার র্যাব-৭, সিপিসি-১-এর স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান জানান, জাফর আহমেদ ও তার সহযোগীরা চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী, ফেনী ও চান্দগাঁও ক্যাম্পের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত অপর তিনজন হলেন—চট্টগ্রামের সাগর সর্দার, রুবেল সর্দার এবং শাহাদাত হোসেন রিপন। তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।এদিকে মাদক ব্যবসার অভিযোগে সংগঠন থেকে জাফর আহমেদকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১২ জুলাই) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাফরকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।