পরকীয়া সন্দেহে স্বামীর হাতে জখম দক্ষিণী অভিনেত্রী, যা জানা গেল
পরকীয়া সন্দেহ থেকে স্বামীর হাতে নির্মমভাবে আক্রান্ত হয়েছেন কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মঞ্জুলা শ্রুতি। শুক্রবার (৪ জুলাই) বেঙ্গালুরুর হনুমন্তনগরে নিজ বাড়িতে ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, স্বামী অমরেশ প্রথমে স্ত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন, এরপর ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। স্ত্রীর মাথাও দেয়ালে আছড়ে মারেন বলে অভিযোগ উঠেছে।চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে শ্রুতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও চিকিৎসাধীন।পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পরই অভিযুক্ত অমরেশকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দাম্পত্য কলহ ও সন্দেহকেই এই হামলার মূল কারণ হিসেবে মনে করছে পুলিশ।প্রেমের সম্পর্ক থেকে ২০ বছর আগে বিয়ে করেছিলেন শ্রুতি ও অমরেশ। তাদের দুটি সন্তান রয়েছে। তবে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। প্রায় তিন মাস ধরে আলাদা থাকছিলেন শ্রুতি। স্বামীর বিরুদ্ধে টাকা তছরুপের অভিযোগে থানায় একটি মামলাও করেছিলেন তিনি।সম্প্রতি আবার একসঙ্গে বসবাস শুরু করেছিলেন এই দম্পতি। কিন্তু সম্পর্ক স্বাভাবিক হওয়ার আগেই ঘটে এই নির্মম ঘটনা। সন্তানদের কলেজে পাঠানোর পরপরই হামলা চালান অমরেশ।এই ঘটনা কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সহকর্মীরা মঞ্জুলার দ্রুত সুস্থতা কামনা করছেন।**ট্যাগ:** মঞ্জুলা শ্রুতি, কন্নড় অভিনেত্রী হামলা, পরকীয়া সন্দেহ, দক্ষিণী সিরিয়াল, দাম্পত্য কলহ, অমরেশ গ্রেপ্তার, কন্নড় টিভি ইন্ডাস্ট্রি, অভিনেত্রী আহত