০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
টাইটেল
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
মোহাম্মদপুরে ছাদ থেকে পড়ে আহত এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম নুসরাত জাহান (১৪)। সে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকত এবং স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত।গত ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সঙ্গে ছাদে সময় কাটাতে গিয়ে বৃষ্টিভেজা পিচ্ছিল মেঝেতে পা পিছলে নিচে পড়ে যায় নুসরাত। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নুসরাত সুনামগঞ্জের ছাতক উপজেলার চরেরবন এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। দুই বোনের মধ্যে সে ছিল বড়।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।