এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবির প্রতিবাদে অংশ নেওয়ায় ১৪ কর্মকর্তা বরখাস্ত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমানকে অপসারণের দাবিতে আয়োজিত কর্মসূচিতে অংশ নেওয়ার জেরে এবার ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।সূত্র জানায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে প্রথম ধাপে আটজনকে এবং রাতে আরও ছয়জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।এর আগে, এনবিআরের সর্বশেষ দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা একত্রিত হয়ে এসব আদেশের কপি ছিঁড়ে ফেলেন এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে কর্মসূচিতে অংশ নেন।সরকারি কর্মচারীদের এই ধরনের প্রকাশ্য প্রতিবাদ এবং আদেশ ছেঁড়া সরকার পক্ষ ‘শৃঙ্খলাভঙ্গ ও প্রশাসনিক নির্দেশনার অবজ্ঞা’ হিসেবে বিবেচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হবে বলেও জানা গেছে। তবে এনবিআরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।এ ঘটনার পর এনবিআরের ভেতরে চরম উত্তেজনা বিরাজ করছে। অনেকে এ বরখাস্তের সিদ্ধান্তকে “প্রশাসনিক কঠোরতা” বললেও, অনেকে একে দেখছেন “বিষয়টি আরও জটিল ও সংকটপূর্ণ করে তোলার ইঙ্গিত” হিসেবে।এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়েও আলোচনা শুরু হয়েছে বলে সূত্র জানায়।