সংসদীয় আসন সীমানা নির্ধারণে সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠন হবে
ঢাকা, ২ জুলাই – দেশে প্রতি আদমশুমারির পর সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে প্রধান রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনের আলোচনার প্রথম ধাপ শেষ হওয়ার পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সংবিধানের ১১৯ অনুচ্ছেদের আলোকে সীমানা নির্ধারণের দায়িত্ব আগে একান্তভাবে নির্বাচন কমিশনের ছিল। তবে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি বিশেষায়িত কমিটি গঠন করার প্রস্তাব এসেছে।
ডা. তাহের আরও বলেন, এই কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা ও সুপারিশ দেবে। আগামী জাতীয় নির্বাচনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে ইসির অধীনে একটি কমিটি গঠন করা হবে, যাদের সুপারিশ অনুযায়ী সীমানা নির্ধারণ করা হবে। তিনি জানান, কমিটি গঠন ও সীমানা নির্ধারণে স্বচ্ছতা ও নির্ভুলতা আনতে এটি অত্যন্ত জরুরি।
কমিটিটি স্বাধীন হবে এবং বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত হবে। সংবিধানে এই কমিটির বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং আদমশুমারির পরপরই কমিটি গঠন করা হবে। জামায়াতসহ অন্যান্য দল একে সাংবিধানিক কমিটি হিসেবে দেখতে চায়। যদিও বিএনপির শুরুতে এর ব্যাপারে কিছু আপত্তি ছিল, পরে তারা সংবিধানে কমিটির উল্লেখ রাখতে রাজি হয়েছে।
ডা. তাহের অভিযোগ করেন, গত ১৫ বছরে অনেক সংসদীয় আসন রাজনৈতিক কারণে পরিবর্তন করা হয়েছে, যা নির্বাচনে প্রভাব ফেলেছে। নতুন কমিটির মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।