প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে মেসি
ঠে নামলেই রেকর্ড, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়লেন মেসিন্যাশভিলের বিপক্ষে জয়, প্রশংসায় ভাসছেন ইন্টার মায়ামি অধিনায়কস্পোর্টস ডেস্কপ্রকাশিত: ১৩ জুলাই ২০২৫ফুটবল মাঠে এখন একটাই নাম—লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে ইন্টার মায়ামির ২-১ গোলের জয়ে জোড়া গোল করে এমএলএস ইতিহাসে অনন্য রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তিনি প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার বিরল কীর্তি গড়েছেন।এই অসাধারণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসিয়েছেন মেসির সাবেক সতীর্থ ও বর্তমান কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো।তিনি বলেন,প্রায় প্রতিদিনই সে নতুন রেকর্ড গড়ছে। এটা অবিশ্বাস্য। সে আমাদের দলের পতাকাবাহক ও নেতা। তার পারফরম্যান্স থেকেই আমরা শিখি—কীভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই পর্যায়ে তার ক্যারিয়ারের অংশ হতে পারা সত্যিই সৌভাগ্যের।মেসির ফিটনেস নিয়েও সতর্ক কোচ মাশ্চেরানো। তিনি জানান,আমরা প্রতিদিনই তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছি। সঠিক সময়ে তাকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে সে যা করছে, তা প্রতিবারই আমাদের চমকে দেয়।অন্যদিকে, সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল না পাওয়ায় লুইস সুয়ারেজকে নিয়ে সমালোচনা হলেও, তাতে আপত্তি জানিয়ে মাশ্চেরানো বলেন,যে খেলোয়াড় ৫০০-এর বেশি গোল করেছে, তাকে নিয়ে সমালোচনা করা ঠিক নয়। সুয়ারেজের অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়। দুই সপ্তাহ আগেই সে পামেইরাসের বিপক্ষে দুর্দান্ত গোল করেছে। ফুটবল বদলায়, কিন্তু আমরা আমাদের সিনিয়র খেলোয়াড়দের পূর্ণ সমর্থন দিয়ে যাব।তিনি আরও বলেন,কৃত্রিম টার্ফে খেলার কারণে সুয়ারেজের ম্যাচ সময় নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা তাকে আগেই তুলে নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু সঠিক সময় পাইনি। ভবিষ্যতে আরও সচেতনভাবে সময় ম্যানেজ করব।এই ম্যাচে ফ্রি-কিক থেকে করা একটি গোল ছিল মেসির ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। এই তালিকায় তার ওপরে রয়েছেন কেবল জুনিনহো পারনামবুকানো (৭৭) এবং পেলে (৭০)।ইন্টার মায়ামি বর্তমানে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পাঁচ নম্বরে আছে। তাদের পয়েন্ট ৩৮, বাকি আছে আরও তিনটি ম্যাচ।পরবর্তী ম্যাচে তারা খেলবে ফিসি সিনসিনাতির বিপক্ষে।এখন সবার চোখ মেসির দিকে—টানা ছয় ম্যাচে জোড়া গোল করে কি তিনি আবারও রেকর্ড গড়বেন.